সূরা কুরাইশ বাংলা উচ্চারণ ও অর্থ

সূরা কুরাইশ পবিত্র কোরআনের ১০৬ তম সূরা। এর আয়াত সংখ্যা ৪, রুকু সংখ্যা ১। এটি কোরআনের ৩০ পারার অন্তর্গত একটি সূরা। সূরা কুরাইশ মক্কায় অবতীর্ণ হয়েছে অর্থাৎ মাক্কী সূরা।

মহানবী (সঃ) এর আবির্ভাবের অনেক আগে থেকেই মক্কার কুরাইশরা বিভিন্ন কুসংস্কারে এবং কাবাঘরে ৩৬০টি মূর্তি পূজার প্রতি আসক্ত ছিল। তথাপি, সর্বশক্তিমান আল্লাহ তাদেরকে অনেক বরকত ও সুযোগ দিয়েছেন শুধুমাত্র কাবাঘরের কারণে। এমনকি শীতকালে ইয়েমেনে এবং গ্রীষ্মে সিরিয়া বা স্যামে ব্যবসা করতে তারা অভ্যস্ত ছিল। এবং কাবার কারণে তারা ইয়েমেন এবং সিরিয়ায় নিরাপদে বাণিজ্য করতে পারত। তাছাড়া, তারা কা’বার জন্য রাজা আব্রার হাত থেকে রক্ষা পেয়েছিল। এবং এই সমস্ত বহুশাসিত আশীর্বাদ তারা কেবল কাবার অধিবাসী হিসেবে পেয়েছিল। অতএব, মহান আল্লাহ এ সুরায় কাবা শরীফের গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং সেখানে অবস্থিত দেব -দেবীদের উপাসনা না করে এই বাড়ির সৃষ্টা মহান আল্লাহকে উপাসনা করার আহ্বান জানিয়েছেন।

সূরা কুরাইশ

 

সূরা কুরাইশ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

বিসমিল্লাহির রহমানির রাহিম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

(১)

আরবিঃ لِإِيلَٰفِ قُرَيْشٍ

উচ্চারণঃ লিঈলা-ফি কুরাইশ।

অনুবাদঃ কোরাইশের আসক্তির কারণে।

(২)

আরবিঃ إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ

উচ্চারণঃ ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।

অনুবাদঃ আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।

(৩)

আরবিঃ فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ

উচ্চারণঃ ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত।

অনুবাদঃ অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার।

(৪)

আরবিঃ ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ

উচ্চারণঃ আল্লাযীআতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।

অনুবাদঃ যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

 

সূরা কুরাইশ এর শানে নুযূল

কুরাইশরা একের পর এক অগ্রগতির দোরগোড় অতিক্রম করছিল। এ সময় আবরাহার মক্কা আক্রমণ হয়। গৃহকর্মী হিসেবে কুরাইশদের প্রতিপত্তি ও প্রভাব ক্ষণিকের মধ্যে কলঙ্কিত হয়ে যেত। আবিসিনিয়ানদের দ্বারা মক্কা দখলের পর রোমান সম্রাট অগ্রসর হন এবং সিরিয়া ও মক্কার মধ্যে বাণিজ্য পথ দখল করেন। ফলস্বরূপ, কুরাইশরা কুসায় ইবনে কিলাবের চেয়ে অনেক খারাপ অবস্থায় ছিল। কিন্তু মহান আল্লাহ তাঁর অসীম শক্তির খেলা দেখিয়েছেন। পাখিরা আব্রাহাকে পাথর দিয়ে আঘাত করে এবং ৬০ হাজারের বিশাল হাবশীবাহিনীকে ধ্বংস করে দেয়। মক্কা থেকে ইয়েমেন পর্যন্ত সমস্ত পথে বিধ্বস্ত সেনাবাহিনীর লোকজন পড়ে গিয়ে মারা যায়। সেই সময়ে, কাবাঘরে আল্লাহর ঘর হওয়ায় সমস্ত আরবের বিশ্বাস আগের চেয়ে কয়েকগুণ শক্তিশালী হয়ে ওঠে। একই সময়ে, সারা দেশে কুরাইশদের মর্যাদা আগের তুলনায় অনেক বেশি প্রতিষ্ঠিত হয়। এখন আরবদের মনে বিশ্বাসের জন্ম হয় এবং তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ বর্ষিত হয়। ফলস্বরূপ, তারা আরবের কোন অংশে কোন বাধা ছাড়াই যেত এবং তাদের বাণিজ্য কাফেলা নিয়ে যে কোন এলাকা অতিক্রম করত। তাদের স্পর্শ করার সাহস কারো হত না। তাদের স্পর্শ করা তো দূরের কথা, তাদের নিরাপত্তার ছায়ায় একজন আকুরাইশি থাকলেও কেউ তাকে বিরক্ত করতো না। এরই প্রেক্ষিতে এ সূরাটি নাযিল হয়।

 

সূরা কুরাইশ এর ফজিলত

সূরা কুরাইশ এর ফজিলত সম্পর্কে ইমাম বায়হাকী (রঃ) তাঁর কিতাবুল খিলাফিয়্যাত’ এ একটি হাদীস বর্ণনা করেছেন। হাদীসটি হলোঃ হযরত উম্মিহানী বিনতে আবী তালিব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেনঃ “আল্লাহ্ তা’আলা কুরায়েশদেরকে সাতটি ফজিলত প্রদান করেছেন।

(১) আমি তাদেরই অন্তর্ভুক্ত।
(২) নবুওয়াত তাদের মধ্যে রয়েছে।
(৩) তারা আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক।
(৪) তারা যমযম কূপের পানি পরিবেশনকারী।
(৫) আল্লাহ্ তা’আলা তাদেরকে হস্তী অধিপতিদের উপর বিজয় দান করেছেন।
(৬) দশবছর পর্যন্ত তারা আল্লাহর ইবাদত করেছে যখন অন্য কেউ ইবাদত করতো না।
(৭) তাদের সম্পর্কে আল্লাহ্ তা’আলা কুরআন কারীমের একটি সূরা অবতীর্ণ করেছেন।

অতঃপর রাসূলুল্লাহ্ (সঃ) সূরা কুরাইশ পাঠ করলেন।

 

surah quraish bangla

মূল বক্তব্য

যেহেতু রাসুলুল্লাহ (সাঃ) – এর আবির্ভাবের সময় এই পরিস্থিতি সবার জানা ছিল, তাই এই সব বিষয়ে আলোচনার প্রয়োজন ছিল না। এই কারণে, এই সংক্ষিপ্ত সূরাতে, কুরাইশদের চারটি বাক্যে বলাই যথেষ্ট যে, যখন আপনি নিজে এই ঘরটিকে (কা’বা) মূর্তির মন্দির নয় বরং আল্লাহর ঘর মনে করবেন, এবং যখন আপনি খুব ভালভাবে জানেন যে আল্লাহ আপনাকে এই ঘরের বদৈলতে শান্তি ও নিরাপত্তা দিয়েছেন, আপনার ব্যবসায় এমন সমৃদ্ধি দিয়েছেন, এবং অনাহার থেকে রক্ষা করে আপনাকে এমন সমৃদ্ধি দিয়েছেন। তাহলে আপনার উচিত তাঁর উপাসনা করা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!