মাকে নিয়ে উক্তি মা দিবসের স্ট্যাটাস ও মা নিয়ে কবিতা

মাকে নিয়ে উক্তি

 

মাকে নিয়ে উক্তি

“মা” হল সন্তানের জন্য পৃথিবীর সেরা সৃষ্টি। এই এক অক্ষরের নামটির মধ্যে যেন মধু মাখা। কে আছে যে, মাকে ভালোবাসে না? সন্তান যতই অন্ধ, বদির বা প্রতিবন্ধি হোক না কেন তা মায়ের কাছে অতি আদরের। মা-সন্তানের এই সু-সম্পর্ক যুগ যুগ ধরে টিকে থাকবে মানুয়ের হৃদয়ে। আজ আমাদের আলোচনার বিষয় বস্তু মাকে নিয়ে। আজ আমরা আলোচনা করবো মা নিয়ে কিছু কথা- মাকে নিয়ে উক্তি মা দিবসের স্ট্যাটাস ও মা নিয়ে কবিতা এবং মা নিয়ে বাংলা এস এম এস। নিন্মে বিখ্যাত ব্যক্তিদের মাকে নিয়ে উক্তি সমূহ আলোচনা করা হল-


মাকে নিয়ে সেরা উক্তিঃ

মায়ের ভালোবাসায় সিক্ত হয়ে বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের উক্তির মাধ্যমে তা প্রকাশ করেছেন। এখানে আমরা বিখ্যাত ব্যক্তিদের মাকে নিয়ে সেরা ২২টি উক্তি সমূহ আলোচনা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক-

 

১. তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে।

-হযরত মুহাম্মদ (সাঃ)

 

২. আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন আমার “মা”। আমি আমার মায়ের কাছে চিরঋণী। আমার জীবনের নৈতিকতা, বুদ্ধি এবং শারীরিক শিক্ষা সকল অর্জন তার কাছ থেকেই প্রাপ্ত ।

-জর্জ ওয়াশিংটন

৩. যার ঘরে “মা” আছে সে কখনো দরিদ্র হতে পারে না।

-আব্রাহাম লিংকন

 

৪. শিশুরা ধারালো ছুরির মতো। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। এবং মায়েরা তাদের সন্তানদের সাথে তাদের শেষ রক্তের ফোঁটা পর্যন্ত আঁকড়ে থাকে।

-জোয়ান হ্যারিস

 

৫. মায়ের গায়ে একটা গন্ধ আছে। ঘামে ভেজা হোক বা কোনো সুগন্ধি হোক, এর একটা নির্দিষ্ট ঘ্রাণ আছে। শুধুমাত্র শিশুরা সেই গন্ধ পায়।

-হুমায়ূন আহমেদ

 

৬. মাতৃস্নেহ সবসময় আমাদের পরিবারের সবচেয়ে স্থায়ী শক্তি। এবং আমাদের জন্য তার একাগ্রতা, করুণা এবং বুদ্ধিমত্তা দেখে আমি খুশি।

-মিশেল ওবামা

 

৭. “মা” সবসময় আমাদের বুঝাতে চেয়েছিলেন যে, জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো একদিন আপনার হাসির গল্পের অংশ হয়ে যাবে।

-নোরা এফ্রন

 

৮. একজন বাবা তার সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারেন তা হল তাদের মাকে ভালবাসা।

-থিওডোর হেসবার্গ

৯. প্রত্যাশা সব হতাশার জননী।

-আন্তোনিও ব্যান্ডেরাস

 

১০. ধৈর্য্য ধারন করুন. ধৈর্য সব গুণের জননী।

-হৃত্বিক রোশন

 

১১. একজন মায়ের হৃদয় একটি গভীর অতল গহ্বর যার তলদেশে আপনি সর্বদা ক্ষমা পাবেন।

-অনরি ডি বেলজাক

 

১২. পৃথিবী সব মানুষের “মা”, তাই সব মানুষেরই সমান অধিকার থাকা উচিত।

-প্রধান জোসেফ

 

১৩. মায়ের হাত কোমলতা দিয়ে তৈরি তাই শিশুরা তাদের মধ্যে শান্তভাবে ঘুমায়।

-ভিক্টর হুগো

 

১৪. আমরা প্রেমের জন্যই জন্মাই; আর ভালবাসা আমাদের মা।

-রুমি

১৫. সম্ভবত পৃথিবীতে আমার দেখা সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল আমার “মা”।

-শিয়া লাবেউফ

 

১৬. আমার “মা” মনে করেন আমি সেরা এবং “মা” মনে করেন বলেই আমি সেরা হতে পেরেছি। পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার মা ছাড়া তোমার মত অনুভব করে …. আমি আমার মা ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না। মা একমাত্র আত্মীয় যাকে আপনার ভালোবাসার দরকার নেই।

-দিয়েগো ম্যারাডোনা

১৭. সব বাবা -মা চান তাদের সন্তান সফল হোক। আর এজন্য তারা তাদের জীবন দিতে সর্বদা প্রস্তুত।

-অজানা পথিক

১৮. আমি যা কিছু করেছি বা হতে চেয়েছি তার জন্য আমি আমার মায়ের কাছে ঋণী। আমার মায়ের প্রার্থনা সবসময় আমার সাথে ছিল।

-প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন

১৯. আমার “মা” শুধু একজন পূর্ণকালীন “মা” ছিলেন। তিনি নিজের ক্যারিয়ার, নিজের অভিজ্ঞতা, নিজের জীবন – সবই সন্তানের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আমি কখনোই আমার মায়ের মত হতে পারবো না। তার মধুরতা, উদারতা, ভালবাসা আমার কাছে অনেক বড়।

-অ্যাঞ্জেলিনা জোলি

 

২০. আমাদের খুব দরিদ্র পরিবার ছিল। তিন দিন ধরে ভাত ঠিকমতো রান্না হয়নি। কিন্তু আমি মার কাছ থেকে শিখেছি কিভাবে সেই ভয়াবহ প্রয়োজন কাটিয়ে উঠতে হয়। মা কখনো মুখ ভার করে থাকতেন না। তিনি মুখে হাঁসি নিয়ে অনটনের সাথে চুপচাপ লড়াই চালিয়ে যান। পেটে ভাত নেই, কিন্তু সত্যি বলতে কি, মায়ের ভেতরের একই শক্তি সঞ্চারিত হতো আমাদের মাঝে! আমি জীবনযুদ্ধে টিকে থাকতে উৎসাহিত হয়েছিলাম।

-সিদ্দিকুর রহমান

 

২১. “মা” হলেন জগজ্জননী। শান্তির জন্য এর চেয়ে ভালো ঠিকানা আর নেই।

-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

২২. ‘মাতৃত্ব হল সকল স্নেহ ও ভালোবাসার শুরু এবং শেষ।

-রবার্ট ব্রাউনিং


মা দিবস

“মা” আল্লাহ তায়ালার সেরা উপহার। পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ নেই। প্রতি বছর একবার আমরা মা দিবস পালন করে থাকি। আর মা দিবসে আমরা মাকে বিভিন্ন ভাবে উইশ করে থাকি। এখানে আমি ক্ষুদে বার্তার মাধ্যমে মাকে উইশ করার জন্য মা দিবসের স্ট্যাটাস সমূহ নিন্মে প্রদত্ত হল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক-

মা দিবস

মা ‍দিবস


মা দিবসের স্ট্যাটাস

তাঁকেই ভালবাসো … যার কারনে তুমি পৃথিবী দেখেছো ….. তাঁকেই ভালবাসো ….. যে তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে রেখেছে ….. তাঁকেই ভালোবাসো … যার পায়ের নিচে তোমার জান্নাত ….. সেই………হল……….. প্রিয় মা জননী …. (I LOVE YOU MUM)

ফেলে আসা শৈশব,মনে আছে আজও। ফেলে তোমার কাজ, যত্ন নিতে আমায়। তুমি কতটা ভালোবাসো, কষ্ট দাও না আমায়। তোমাকে ভালোবাসি, ও আমার “মা”।

 

বিজ্ঞানীরা কখনোই ভালোবাসার মাপকাঠি নিয়ে আসতে পারেননি। যদি তারা পারত, তাহলে প্রথম স্থানে “মা” নামে একজন নিঃস্বার্থ নারী থাকত।

মা আমার আদর, মা আমার শান্তি, মা আমার ছায়া। আমরা কি কখনো ভেবে দেখেছি একজন মা কতটা অসহায় হতে পারেন? কিন্তু শত শত মা অনাহারে আছে .. আশ্রয়ের অভাবে রাস্তায় ঘুমাচ্ছে .. এগুলো আমাদের জন্য হচ্ছে .. তারা আমাদের গর্ভে ধারন করেছেন যতই কষ্ট হোক না কেন, আমরা তার বিনিময়ে তাকে কিছু দিতে পারিনি। তাই আসুন আমরা সবাই মাকে ভালবাসি যাতে বিদ্রাশ্রম বা রাস্তা মায়ের জায়গা না হয়। যেন কোন মা না খেয়ে দিন কাটাতে না হয়? মা তোমাকে অনেক ভালোবাসি।

 

পৃথিবীটা খুব কঠিন, সবাই সবাইকে ছেড়ে চলে যায়, সবাই সবাইকে ভুলে যায়, একজনই আছে যে ছেড়ে যেতে পারে না এবং ভুলতেও পারে না। এবং সারা জীবন থাকবে। সে হল আমার “মা জননী”।

ম দিয়ে মসজিদ। ম দিয়ে মাদ্রাসা। ম দিয়ে মদিনা। ম দিয়ে মক্কা। আর সে ম ‍দিয়ে হয় “মা”। পৃথিবীর সকল পবিত্র নামই ম দিয়ে। তাই কেউ মাকে কষ্ট দিও না।

 

মা হচ্ছে মমতার মহল, মা হচ্ছে তৃষ্ণার্ত জল, মা হচ্ছে ভালবাসার সিন্ধু, মা হচ্ছে ভালো বন্ধু, মা হচ্ছে ব্যথার যষ, মা হচ্ছে কষ্টের মাঝে সুখ, মা হচ্ছে চাঁদ ঝলমল মুখ, মা হচ্ছে আমার স্বর্গে যাওয়ার মালিক।

সকাল, দুপুর ও রাতে ফেলাম সবার অবহেলা। মায়ের কোলে মাথা রেখে সব দুঃখ যাই ভুলে! মা যে আমার শেষ কেন্দ্র বৃন্দু, মায়ের কোলে সুখের বুক।

তুমি মাকে আঘাত করেছ, ভুল করেছো, তুমি মাকে হারালে, হারবে তুমি। রাসূলের বাণী: যতটা পারো, মায়ের যত্ন নিও, মা যখন থাকবে না তখন বুঝবে, কি হারালে তুমি।

 

বিজ্ঞানীরা এখনও প্রেম পরিমাপের জন্য একটি মান নিয়ে আসতে পারেননি। যদি তারা পারে, ছোট শব্দ মা প্রথম স্থানে থাকবে।

 

“মা” কখনোই ভাবেননি যে আমি তোমাকে ছাড়া একা থাকব। আজ তোমাকে ছাড়া আমি বড় একা। “মা” আমি অনেক কষ্টে আছি। “মা” তুমি আমার কাছে চলে আস। আমি যে আর পারছি না মা………….


 

মা নিয়ে কবিতা

মায়ের ভালোবাসায় বিভোর হয়ে একেক জন একেক ভাবে তা প্রকাশ করে। গায়ক গানে গানে আর কবি’রা তাদের কবিতার মাধ্যমে। মাকে নিয়ে উক্তি, মা দিবসের স্ট্যাটাস ও মা নিয়ে কবিতা লিখার এই পেইজে আমরা তা আলোচনা করবো। নিন্মে সেরা ব্যক্তিদের মায়ের ভালোবাসায় মা নিয়ে কবিতা সমূহ দেওয়া হল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন-

মা নিয়ে কবিতা

মা নিয়ে কবিতা


 

মা 

— জহিরুল ইসলাম শিমুল

 

শত দুঃখ ব্যাথার মাঝে 

দেখলে মায়ের মুখ। 

মুছে যায় সব দুঃখ ব্যাথা 

জুড়িয়ে যায় বুক। 

ছােট্ট বেলায় শিশুকালে 

কতই কষ্ট করে 

রেখেছে মা যত্ন করে  

আমায় বুকে ধরে। 

একটু খানি রুগ্ন হলে 

ঘুম থাকেনা তার চোখে 

খােকন সােনা খােকন আমার 

ডাক ছিল তার মুখে। 

পাঁচ ওয়াক্ত নামায পড়ে 

বলত খােদার কাছে 

ও দয়াময় খােকন যেন 

হাজার বছর বাঁচে। 

আজকে সবি পড়ছে মনে 

নেই যে কিছু বাকী 

তুমি পাশে ছাড়া মাগাে 

কেমনে বেঁচে থাকি। 

আজকে সকল স্মৃতি মাগাে 

মনে বাসা বাঁধে 

তােমায় কাছে পাওয়ার জন্য 

মনটা শুধু কাঁদে।

দোয়া করি ও দয়াময় 

কর সবি সাপ 

আমার মায়ের সকল গুনাহ 

কর তুমি মাপ।


মায়ের সেবা 

— রিয়াজ উদ্দিন 

 

মায়ের আদর বিশ্ব জোড়া 

সবার সেরা ধন। 

মায়ের দোয়া পেতে পার 

কে হবে ঐজন।

মা যে মােদের দু-জাহানের 

পারাপারের তরী। 

মায়ের সেবা করতে মােরা 

তাড়াতাড়ি চলি। 

মায়ের সেবা করতে মােরা 

করবাে নাতাে ভুল 

সেবার তরে ভুল হলেরে 

হারাবাে দু-কুল।


মা ছাড়া ঈদ 

তাছনীম বিন আহসান

 

একটি মাস রােজার শেষে 

খুশির ঈদ এলাে 

মাকে ছাড়া একটি ঈদ 

কেমনে কাটাই বলাে! 

এই ঈদে আমার তাে আর 

কিছুই চাওয়ার নাই 

ঈদের দিনে চোখের জলে 

মাকে শুধু চাই।

 

 

শেষ কথা: উপরিউক্ত আলোচনায় আমরা চেষ্টা করেছি “মা” কে নিয়ে সর্বোচ্ছ কিছু উপহার দেওয়ার। কেমন হল বা কেমন লিখেছি দর্শক আপনারাই তা কমেন্টস এর মাধ্যমে মন্তব্য দিন। আশা করি আপনাদের ভালে লাগবে। আজ আমরা এখানে আলোচনা করেছি মা নিয়ে কিছু কথা- মাকে নিয়ে উক্তি, মা নিয়ে কবিতা, মা দিবসের স্ট্যাটাস, মা নিয়ে বাংলা এস এম এস। বেশি বেশি মাকে উইশ করতে শেয়ার করুন এখনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!