মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার দোয়া

মসজিদ আল্লাহর ঘর। এই ঘরে প্রবেশ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শিষ্টাচার রয়েছে। ইবাদাত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি পরিষ্কার মন এবং সাদা হৃদয় ছাড়া মসজিদে যান, তাহলে আপনার ইবাদতে মন বসবে না। তাই মসজিদে প্রবেশের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিষ্টাচার এবং নিয়ম রয়েছে। আজ আমরা মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া সমূহ আলোচনা করবো।

 

মসজিদে প্রবেশের দোয়া

ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে এবং বাম পা দিয়ে বের হওয়ার জন্য খুব বেশি কষ্ট হয় না, এবং অতিরিক্ত সময়ও নষ্ট হয় না। টাকা বা অর্থও ব্যয় হয় না, তবে যদি কেউ সাবধানতার সাথে এটি করে তবে সে সুন্নাতের মহান ফজিলত অর্জন করবে পারে। অন্যদিকে, যদি কোন ব্যক্তি অসাবধানতার কারনে তার ডান পা দিয়ে বেরিয়ে যায়, তাহলে এটি তার জন্য কোন পাপ হবে না, বরং সে সুন্নাহর মহান ফজিলত থেকে বঞ্চিত হবে। সুতরাং এটা অভ্যাস করা প্রয়োজন যে, যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন, আপনার ডান পা দিয়ে ঢুকবেন এবং যখন আপনি বাইরে যাবেন, তখন আপনার বাম পা দিয়ে বের হওয়া উচিত। নিন্মে মসজিদে প্রবেশের দোয়া টি দেওয়া হলঃ

মসজিদে প্রবেশের দোয়া

 

ডান পা দিয়ে ঢুকবে এবং বলবে-

আরবীঃ

أَعُوذُ بِاللَّهِ العَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ» [بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ] [وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ] اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

 

উচ্চারণঃ আ‘ঊযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়াসুলতা-নিহিল ক্বদীম, মিনাশ শাইত্বা-নির রাজীম। [বিসমিল্লা-হি ওয়াসসালাতু] [ওয়াসসালা-মু ‘আলা রাসূলিল্লা-হি], (আল্লা-হুম্মাফ্‌তাহ লী আবওয়া-বা রাহ্‌মাতিক)।

 

অর্থঃ “আমি মহান আল্লাহ্‌র কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার ওসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।” [আল্লাহ্‌র নামে (প্রবেশ করছি), সালাত] [ও সালাম আল্লাহ্‌র রাসূলের উপর।] “হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন”।

 

 

মসজিদ থেকে বের হওয়ার দোয়া

ইবাদাতের পর মানুষ মসজিদ থেকে বের হয়। বাইরে তাকে অনেক পার্থিব চাহিদার মুখোমুখি হতে হয়। সে চাহিদাগুলো পূরণ করা তার কর্তব্য এবং দায়িত্ব। তাই এ সময় প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি ব্যস্ত জীবনে প্রবেশ করেছি, জীবনযুদ্ধে প্রবেশ করেছি। আমার জীবনের এই যুদ্ধে আল্লাহ আমাকে আপনার দয়া ও অনুগ্রহ দান করুন। আমাকে আপনার পক্ষ থেকে হালাল রিজিক উপার্জনের তাওফিক দান করুন। আমার সকল কাজে আমাকে বরকত দিন। আমার কাজে আলো দান করুন। আমাকে বৈধ উপায়ে রিজিক উপার্জনের তাওফিক দান করুন। মসজিদের ভিতরে থাকা অবস্থায় রহমত প্রয়োজন। তাই আমি সেই সময় রহমতের প্রার্থনা করেছিলাম, মসজিদ থেকে বের হওয়ার পর এখন ফজলের প্রয়োজন। এজন্য আমি এখন আল্লাহ তায়ালার আশীর্বাদ এবং ফজল প্রার্থনা করছি। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কতটা বুদ্ধিমান ও বিচক্ষণতার সাথে তার উম্মাহকে এই আদর্শ শিক্ষাটি দিয়েছিলেন। নিন্মে মসজিদ থেকে বের হওয়ার দোয়া টি দেওয়া হলঃ

বাম পা দিয়ে বের হবে এবং বলবে-

আরবীঃ

بِسْمِ اللَّهِ وَالصّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك، اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

 

উচ্চারণঃ বিস্‌মিল্লা-হি ওয়াস্‌সালা-তু ওয়াস্‌সালা-মু ‘আলা রাসূলিল্লাহ, আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্বলিকা, আল্লা-হুম্মা আ‘সিমনি মিনাশ শাইত্বানির রাজীম।

 

অর্থঃ “আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহ্‌র রাসুলের উপর শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আপনি আমার গুনাসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার দয়ার দরজাগুলো খুলে দিন। হে আল্লাহ, আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাযত করুন”

পরিশেষে আশা করি মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া শিখার মাধ্যমে আমাদের অনেক নেকি হাসিল করা সম্ভব হবে। আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেককে মসজিদে প্রবেশের দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া এবং তার আদব রক্ষা করার তাওফিক দান করুন। আল্লাহর নৈকট্য অর্জনে তাওফিক দান করুন। আমিন

One Comment to “মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার দোয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!