প্রতিটি মানুষ একটি ভালো ধার্মীক স্ত্রী পাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু এটা ভাগ্যের উপর নির্ভর করে। কোরআনে একটি ছোট্ট আয়াত আছে, যা পড়লে আপনি একজন ধার্মিক স্ত্রী পেতে পারেন। এই দোয়াটি অত্যন্ত পুণ্যময় একটি দোয়া। আজ আমরা এখানে দ্বীনদার স্ত্রী লাভের দোয়া ও আমল নিয়ে আলোচনা করবো। আশা করি আপনাদের যাদের বিবাহ এখনও হয় নি তারা তো উপকৃত হবেনই সাথে যাদের স্ত্রী- সন্তান আছে তারাও উপকৃত হবেন। তো চলুন জেনে নেওয়া যাক দ্বীনদার স্ত্রী লাভের দোয়া টি, নিন্মে তা উল্লেখ করা হল।
দ্বীনদার স্ত্রী লাভের দোয়া
আরবিঃ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণঃ রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররি-ইয়্যাতিনা কুররাতা আয়ুনিওঁ-ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
অর্থঃ হে আমার প্রভু! স্ত্রী ও সন্তাদের দ্বারা আমার চোখ শীতল কর। আমাকে পরহেজগারদের আদর্শ কর। (সূরা ফোরকান: ৭৪)
দ্বীনদার স্ত্রী লাভের আমল
যারা বিবাহিত নন তারা প্রতি সালাতের শেষ বৈঠকে মাসুরা পড়ার পর কুরআনে বর্ণিত এই আয়াতটি পাঠ করে সালাম ফিরিয়ে নিবেন (তা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল)। যদি বিবাহের ব্যবস্থা না করা পর্যন্ত এটি ধারাবাহিকভাবে করা হয়, তাহলে আশা করা যায় যে, সে একজন ধার্মিক এবং আদর্শ স্ত্রী পাবে।
আর যারা বিবাহিত তারা তাদের স্ত্রী ও সন্তানদের ধর্মীয় করে তুলবে, তাদের আদর্শ বানাবে – প্রতিবার যখন তারা প্রার্থনা করে এই আয়াতটি পাঠ করবে।
ধার্মিক এবং বিশ্বাসযোগ্য বউ পেতে করনীয়
১. পর্ন ছবি দেখা বাদ দিন।
২. একা সময় কাটানো বাদ দিন।
৩. নামাজ ছেড়ে দিবেন না।
৪. যতবার আপনি দোয়া করবেন, ততবার ভবিষ্যত স্ত্রীর জন্য প্রার্থনা করেন। যাতে আপনার ভবিষ্যত স্ত্রী (যদি আপনার ভাগ্যে থাকে) এবং আপনি পাপ থেকে দূরে থাকতে পারেন।
৫. অলস সময় একা কাটাবেন না। ছোট বা বড় যেকোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
৬. আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। বলুন, হে আল্লাহ, আমি তোমার কাছে অশ্লীলতা থেকে আশ্রয় চাই।
৭. যখন আপনি মেয়েদের (হিজাবি বা নন-হিজাবী যে কোন মেয়ে) দেখেন, তখন তাদের থেকে চোখ সরিয়ে নিন, অথবা মাথা নিচু রাখুন। একবার দেখলে, দ্বিতীয়বার তাকাবেন না। একটি পাপ কিন্তু অন্য পাপের পথ খুলে দেয়। যখন আপনি কোন কিছু দেখবেন, তখন তা আল্লাহর চোখ দিয়ে দেখবেন। তার মানে আল্লাহ অপছন্দ করেন এমন জিনিসের দিকে তাকাবেন না।
৮. যদি বেশি ইচ্ছা জাগে তাহলে অযু করুন। মনোযোগ দিয়ে নফল নামাজ আদায় করুন। নামাজের সময় এবং নামাজের পর কাঁদুন। এই প্রার্থনার মূল্য আছে ভাই।
৯. তাওবা করুন। আপনারা জানেন, কোন প্রার্থনা কবুল না হওয়ার অন্যতম কারণ একই পাপের পুনরাবৃত্তি।
১০. বেশী বেশী রোজা রাখুন…! বিভিন্ন কাজে আত্ননিবেশ করুন..! এটি এখন আপনার পরীক্ষা! ইসলাম আপনার নিয়ম মানেনা !!! ইসলাম ইসলামের নিয়ম মেনে চলে …
উক্ত দ্বীনদার স্ত্রী লাভের দোয়া ও আমল সমূহ যদি নিয়ম মত করা যায় আশা করি এর থেকে আমরা অবশ্যই সুফল লাভ করতে পারবো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যে কোনো কাজের মাধ্যমে একজন ভালো জীবনসঙ্গী এবং একটি ভালো সন্তান পাওয়ার তাওফিক দান করুন। আমীন।