আমি দেখিনি তোমায় চোখের তারায়

গানকে ভালোবাসে না এমন লোক খোঁজে পাওয়া খুবই দুষ্কর। গান মনকে ভালো রাখে। মনকে ভালো রাখতে গানের বিকল্প নেই। আর সেটা যদি হয় ইসলামী সংগীত তাহলে তো আর কথায়ই নেই। কারণ তাতে এক সাথে দুটি কাজ হয় এক মনকে আনন্দ দেওয়াও হয় সে সাথে আল্লাহ তায়ালার ভালোবাসাও অর্জন করা যায়। তাই বেশি বেশি ইসলামী সংগীত শুনুন আর মনকে উৎপুল্ল রাখুন সেই সাথে আল্লাহর ভালোবাসাও অর্জন করুন। আজ আমরা এখানে “আমি দেখিনি তোমায় চোখের তারায়” এই গানটির লিরিক্স দিয়ে দিলাম। যাতে করে আপনি চাইলে নিজেও এর অনুশীলন করতে পারবেন। আশা করি সংগীতটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক-

আমি দেখিনি তোমায় চোখের তারায়

 

 

আমি দেখিনি তোমায় চোখের তারায়

কথা ও সূর: কলরব

 

আমি দেখিনি তোমায়, চোখের তারাই, তবুও তোমায় ভালবেসেছি (২)
মনের এই ক্যানভাসে, তোমার তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি (২)
আমি দেখিনি তোমায়, চোখের তারাই, তবুও তোমায় ভালবেসেছি।
.
উহুদের ময়দানে রক্ত ঝরালে, দিন কায়েমের জন্য,
পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিলো শূন্য (২)
শত জালাতন, সয়েছো তুমি, সেই কাহিনি শুনে কেদেছি (৩)
মনের এই ক্যানভাসে, তোমার তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি (২)
.
দারে দারে ঘুরে খোদার বাণী, পৌছে দিয়েছো দিন রাত
চিনলো না তোমাই তায়েফবাসী, করলো যে শুধু আঘাত (২)
তোমার পায়ের পথের ধুলি, এই চোখে সুরমা দিয়েছি (৩)
মনের এই ক্যানভাসে, তোমার তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি
মনের এই ক্যানভাসে, তোমার তোমার ছবি ভাসে, তোমার প্রেমের মালা গেথেছি
আমি দেখিনি তোমায়, চোখের তারাই, তবুও তোমায় ভালবেসেছি (৩)

 

তো বন্দুগন সংগীতটি আপনাদের কেমন লেগেছে? তা কমেন্টস করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমাদের ভালো লাগা। আর বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। এবং বেশি বেশি ইসলামী সংগীত চর্চা করুন, মনকে উৎফুল্ল রাখুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।।

 

Ami Dekhini Tomay Chokher Taray Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!